Main Menu

নবীনগরে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

+100%-

নবীনগর সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল হক সরকার সোমবার (২১.১০.১৩) দুপুরে উপজেলা সদরে অবস্থিত ‘ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং’ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদত্তোর শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে  মোবাইল ব্যাংকের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে এক খোলামেলা মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন নবীনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু ও নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ। এর আগে উপজেলা চেয়ারম্যান ব্যাংক কার্যালয়ে এসে পৌঁছলে ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ নাহিদুর রহমান ভূঁইয়া তাকে স্বাগত জানান। এসময় ব্যবস্থাপকের সঙ্গে ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার কাজী সোহেল আহমেদ ও ফিল্ড অফিসার সুজন কুমার সাহা।
উপজেলা চেয়ারম্যান মোবাইল ব্যাংকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন,‘এটি একটি বিশাল সেবাধর্মী কার্যক্রম। সুতরাং মোবাইল ব্যাংকিংয়ের এ সেবাধর্মী কার্যক্রমকে গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবেই এর স্বার্থকতা পাওয়া যাবে।’ পাশাপাশি তিনি ডাচ-বাংলা ব্যাংকের ১০২ কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদানের উচ্ছসিত প্রশংসা করে এ কার্যক্রম অন্যদেরকেও অনুসরণ করার উদাত্ত আহবান জানিয়ে বলেন,‘এ শিক্ষাবৃত্তি প্রাইমারী লেবেলেও দ্রুত চালু করা অতীব প্রয়োজন। তাই আমি এ অনুকরণীয় শিক্ষাবৃত্তির কার্যক্রম আগামি ২০১৪ সাল থেকেই প্রাইমারী শিক্ষার্থীদের জন্য সারাদেশে চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।’






Shares