নবীনগরে কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও নারী গ্রাহকের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগ !
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক নবীনগর শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও নারী গ্রাহকের সাথে দূর্ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ওই ব্যাংকের একজন নারী গ্রাহক গত ০৭ অক্টোবর বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন। প্রাপ্ত ওই আবেদন থেকে জানা যায়, কৃষি ব্যাংকের ওই শাখার একজন নারী গ্রাহক স্থানীয় একটি বেসরকারি কলেজের প্রভাষক শিউলী পারভীন গত ০২ জুলাই তার একাউন্টে ৯ হাজার ৮১০ (নয় হাজার আটশত দশ) টাকার একটি চেক জমা করেন (চেক নং- ৮২৫০৩১, তাং-১৭.০৪.২০১৩)। কিন্তু চেক জমা করার পর ইতিমধ্যে তিনমাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও ওই চেকের টাকা ওই নারী গ্রাহকের একাউন্টে জমা হয়নি। বিষয়টির প্রতিকার চেয়ে ওই নারী গ্রাহক একাধিকবার ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকের কাছে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাননি। বরং উল্টো অভিযোগ পাওয়া গেছে, ব্যাংকের ব্যবস্থাপক ওই নারী গ্রাহকের সঙ্গে এ নিয়ে মারাত্মক দূর্ব্যবহার করেন। এ বিষয়ে ওই নারী গ্রাহক প্রভাষক শিউলী পারভীন দু:খ করে বলেন,‘তিনমাস আগে চেক জমা দিয়ে টাকাতো পায়ইনি, বরং এ বিষয়ে জানতে গেলে ব্যাংকের ওই ব্যবস্থাপক আমার সঙ্গে এক পর্যায়ে এ নিয়ে খুবই দূর্ব্যবহার করেন। তাই এর প্রতিকার চেয়ে ব্যাংকের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে বিষয়টি অবগত করেছি।’ তবে অভিযুক্ত ব্যবস্থাপক সাইফুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,‘এসব অভিযোগ ভিত্তিহীন। আমার সঙ্গে ওই নারী গ্রাহকের দেখাই হয়নি। এছাড়া তার চেকটি বহু আগেই সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’ এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) মাহমুদ হাসান আবেদনের অনুলিপির প্রাপ্তি স্বীকার করে বলেন,‘ওই নারী গ্রাহকের আবেদন পেয়েছি। শিগগীরই বিষয়টি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ |
« শারদীয় দূর্গা পূজার চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ই-সার্ভিসের আওতায় আসছে উপজেলার সরকারি অফিস »