Main Menu

সড়ক দুর্ঘটনায় নবীনগরের স্কুল ছাত্র নিহত-১,আহত-২

+100%-

প্রতিনিধিঃ উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র  রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ছাত্র একই উনিয়নের ওয়ারুক গ্রামের শফিকুল মিয়ার ছেলে রুবেল মিয়া (১৬)। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় সাইদুল (১৬) ও এনামুল (২০) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা কোর্টবাড়ী নামক স্থানে।
জানা যায়, উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় ও শিবপুর কলেজের তিনজন ছাত্র কুমিল্লায় তাদের এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যায়। বাসা থেকে কুমিল্লা কোর্টবাড়ীর উদ্দেশ্যে ঘুরতে বের হলে তিনজনই সড়ক দুর্ঘটনার স্বীকার হলে ঘটনাস্থালেই রুবেল মারা যায় এবং গুরুত্বর আহত অবস্থায় সাইদুল ও এনামুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাসছুল হক মঠুফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় রুবেল নামে এক জন নিহত হয়েছে ও দুই জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওরা তিনজনই শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের বাসিন্দা।        


Shares