Main Menu

নবীনগরে কারিগরি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা

+100%-
প্রতিনিধি : ‘কারিগরি শিক্ষায় শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে’ এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে স্থাপিত ‘আহমেদ পলিটেকনিক ইন্সটিটিউট’ (নবীনগরের একমাত্র পলিটেকনিক ইন্সটিটিউট) এর উদ্যোগে কারিগরি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বৃহস্পতিবার (১৪.০৩.১৩) এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন। ইন্সটিটিউটের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. হারুনূর রাশীদ (রশীদ নয়) শাহ ফকির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. সাদেক মিয়া, অধ্যক্ষ এনামুল হক কুতুবী, প্রধান শিক্ষক ফেরদৌসুর রহমান, এডভোকেট এনামূল হক চৌধুরী, রাজনীতিবিদ হাবিবুর রহমান, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সংবাদকর্মী গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।





Shares