প্রতিনিধি : বৃহস্পতিবার (০৭.০৩.১৩) হরতাল চলাকালে বিএনপির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার (নবীনগর উপজেলা সদরে অবস্থিত) শতাব্দী প্রাচীন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শ্রেণী কক্ষ থেকে জোরপূর্বক বের করে এনে হরতালের পক্ষে মিছিল করিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে উপজেলা বিএনপি ও স্কুল কর্তৃপক্ষের পরস্পর বিরোধূী বক্তব্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, হরতাল চলাকালে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা হরতালের সমর্থনে পৌর শহরে ঘন ঘন মিছিল করে। আনুমানিক বেলা পৌনে ১১টার দিকে মিছিলটি হাইস্কুলের গেইটে পৌঁছলে, মিছিল থেকে বিএনপির ২৫/৩০ জন নেতা কর্মী আচমকা বিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। এসময় নেতা কর্মীরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলো থেকে অধ্যয়ণরত শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করে নিয়ে আসে। পরে শিক্ষার্থীদের নিয়ে বিএনপির নেতা কর্মীরা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা বলেন,‘কোন কিছু বুঝে উঠার আগেই হরতালের সমর্থনে মিছিলকারীরা বিদ্যালয়ে ঢুকে শ্রেণীকক্ষগুলো থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে নিয়ে যায়। দু:খজনক হলো, হরতালকারীদের কেউ আমাদের কাছ থেকে একটু অনুমতি নেওয়ারও প্রয়োজন করেনি।’ তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন,‘ আমরা কোন শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে আনিনি। শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবেই আমাদের মিছিলে যোগ দিয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ,ন,ম নাজিম উদ্দীন বলেন,‘বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক আমাকে কিছুই জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ |