Main Menu

নবীনগরে গাছকাটার ঘটনায় চেয়ারম্যান,মেম্বারকে আসামি করে অবশেষে মামলা

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের টানচারা গ্রামে রাস্তা সংস্কারের নামে রাস্তার ধারের শতাধিক গাছ কাটার ঘটনায় অবশেষে আদালতে মামলা হয়েছে। এলাকার আক্কাছ আলী নামের এক ব্যাক্তি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার  এ মামলা দায়ের করেন। লাউর ফতেপুর ইউপির চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকারকে ১ নং ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তাদির রহমান ওরফে নয়ন মেম্বারকে ৩নং আসামি করে চারজনের বিরুদ্ধে এ মামলা হয়।
এদিকে এ ঘটনার পর প্রতিকার চেয়ে এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ গত শুক্রবার  ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরজমিনে তদন্ত করে আসেন।
সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ  বলেন,‘এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে ইউএনও স্যারের নির্দেশে শুক্রবার সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে এসেছি। এ বিষয়ে শিগগীরই স্যারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেব।’
প্রসংগত, লাউর ফতেপুর ইউপির চেয়ারম্যান ও এক মেম্বারের যোগসাজশে সম্প্রতি লাখ লাখ টাকার শতাধিক গাছ কেটে নেওয়া হয়। এ নিয়ে জাতীয় ও আঞ্চলিক দৈনিকে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।






Shares