ইউপি চেয়ারম্যানসহ ৮২ জন জেলহাজতে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চিত্রি গ্রামে ট্রিপল মার্ডার মামলার আসামি এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ৮২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীনগরের চিত্রি গ্রামের নূরুল হক, মনু মিয়া ও হাসান মিয়া হত্যা মামলার আসামি নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপসহ ৮২ জন আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিক এর আদালতে আত্বসমর্পন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর চিত্রি গ্রামে দু’পক্ষের সংঘর্ষের সময় এ খুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে ২৭ ডিসেম্বর ১৩৭ জনের নাম উল্লেখ এবং আরও ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় ২৮ ডিসেম্বর পুলিশ মতি মিয়া, কামাল মিয়া, জামাল মিয়া, গোলাম হোসেন, আমিনুল ও অরেছ মিয়াকে গ্রেফতার করে। এরমধ্যে মতি মিয়া ও অরেছ মিয়াকে ৫ জানুয়ারি পুলিশ ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। |
« আমরা আসছি , আপনি ও আসুন (পূর্বের সংবাদ)