Main Menu

নবীনগরে ইউপি সদস্যদের বাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগের সভাপতি

+100%-

এস,এ, রুবেল, // নবীনগর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ি ছাত্রলীগের এক নেতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুনের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের বাসিন্দা বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের দ্বিধাবিভক্ত এক গ্র“পের সভাপতি মাহাবুব হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১২.০৪.১২) রাত আনুমানিক সাড়ে বারটার দিকে পূর্ব বিরোধের জের ধরে মাহাবুবের নেতৃত্বে দুর্বৃত্তরা আল মামুনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিযে দেয়। এতে আল মামুনের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নবীনগরের শিবপুর (বিটঘরের পাশের গ্রাম) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনাস্থল ঘুরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ শুক্রবার বলেন,‘এলাকায় আধিপত্য নিয়ে ওদের মধ্যে বিরোধ ছিল। সম্প্রতি ডাকাতির অভিযোগে আল মামুন র‌্যাবের হাতে আটক হন। এই সুযোগে ছাত্রলীগের ওই নেতা ইউপি সদস্যের বাড়িতে আগুন দেয়।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফুয়াদ রূহানী বলেন,‘এ ঘটনায় আল মামুনের মা থানায় আজ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’






Shares