Main Menu

নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনগরে গ্রাম পাঠ সংঘ (জিপিএস) এর বার্ষিক উৎসব অনুষ্ঠিত

+100%-

নবীনগর প্রতিনিধি:“বই হচ্ছে সর্ব শ্রেষ্ঠ বন্ধু, বই উপহার পৃথিবীর শ্রেষ্ঠ উপহার’, ‘জ¦ালাও আলো আরো আলো, সরাও মনের ভিতর আঁধার কালো’ ‘চাই আলোকিত মানুষ আলাকিত মন, পেশী নয় জ্ঞান ভিত্তিক সমাজ হোক গঠন”।

এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাম পাঠ সংঘ (জিপিএস) এর বার্ষিক উৎসব ২০১৮ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে শনিবার সকালে প্লেকার্ড ফেষ্টুন নিয়ে এসো বই পড়ি শ্লোগানে একটি র‌্যালী নবীনগর সকারী কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান পধান সড়ক প্রদক্ষিন শেষে সমবায় মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন (উপ-সচিব) এবং জিপিএস সংগঠনের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,রেজাউল করিম সবুজ,সাংবাদিক সাইদুল আলম সোরাফ,স্বরুপ সাহা,মো: কিবরিয়া,পিয়াল হাসান রিয়াজ, সহ আরো অনেক।

পরে সমবায় মার্কেটের তৃতীয় তলায় জিপিএস পাঠাগারে সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হয় পাঠচক্র। এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন লেখকের বই তুলে দিয়ে এক ঘন্টা পড়ার সুযোগ দেয়া হয়। পরে ওইসব ছাত্র ছাত্রীদের মধ্যে তাৎক্ষনিক পরীক্ষা নেয়া হয়। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।






Shares