Main Menu

নবীনগরে ৭ কিলোমিটা পথ হেটে ৪শ মাস্ক বিতরন করেন গুঞ্জন পাঠাগার

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ‘গুঞ্জন পাঠাগারের’ পাঠ চক্রের সদস্যদের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে নবীনগর টু সুহাতা ‘সাত কিলোমিটার’ রাস্তা পায়ে হেঁটে ‘৪০০ মাস্ক বিতরণ’ করা হয়েছে!
মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ বাবু কান্তি কুমার ভট্টাচার্য। এ র্কাযক্রমে একাত্মতা পোষণ করেন সহকারী অধ্যাপক বাবু অঞ্জন কুমার নাগ,ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির ফয়সাল, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন,  পাঠাগারে উপদেষ্টা এ. কে. এম রাশেদুল ইসলাম প্রমুখ।
মাস্ক বিতরণ টিমে ছিলেন পাঠচক্রের সভাপতি রমজান খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী  হাসিবুল হাবিব, বঙ্গবন্ধু  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  বিশাল বিশ্বাস,  ঢাকা সঙ্গীত কলেজের শিক্ষার্থী  তানসেন ইয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী   জাহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী  তৌহিদা, নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী শুভ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আব্দুর রহমান,পাঠচক্রের সদস্য আমিনা, তানিয়া প্রমুখ।
উল্লেখ্য,  গুঞ্জন পাঠাগারের টিমটি নবীনগর মহিলা কলেজ সদর থেকে সুহাতা গুঞ্জন পাঠাগার পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ৪০০ মাস্ক বিতরণ করেন। যাদের মাস্ক ছিলো তাদেরকে শুভেচ্ছাস্বরূপ  দুটি করে চকলেট দেয়া হয়।





Shares