Main Menu

নবীনগরে সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলকার ১নং ওয়ার্ডের আলমনগর গ্রামে সাপের কামড়ে নিপিন্দ্র সূত্রধর(৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মৃত নিশিন্দ্র সূত্রধরের ছেলে ও তিন ছেলের জনক। আজ ১৪ জুন সোমবার সকালে দিকে এঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, কৃষক নিপিন্দ্র সূত্রধর পূর্বে কাঠমিস্ত্রীর কাজ করলেও প্রবাস থেকে আসার পর থেকে কাজ ছেড়ে দিয়ে কৃষি কাজ হাস-মুরগি ও গরু পালন শুরু করেন।
আজ সোমবার সকালে গরুর জন্য ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তার বাম হাতে কামড় দেয়। পরে বাড়িতে এসে সাপে কামড়ের বিষয়টি পরিবারের কাছে জানালে,পরিবারের লোকজন তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাপে কাটার ভ্যাক্সিন তাদের কাছে নেই বলে রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। পরে ভ্যাক্সিনের জন্য কুমিল্লা নেয়ার পথিমধ্যে ওই কৃষকের মৃত্যু হয়।

স্থানীয় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এতোবড় একটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ালে ভ্যাক্সিন পাওয়া যায় না,এটি অতন্ত্য দুঃখজন সংবাদ। আজকে যদি ভ্যাক্সিন পাওয়া যেতো তাহলে ওই কৃষকের এমন মর্মান্তিক মৃত্যু হতো না। আমরা এই বিষয়ে মাননিয় প্রধান মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করি।
এ বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে আমাদের হাসপাতালে সাপে কামোরের প্রতিশোধক ভ্যাক্সিন নেই। আমরা এর চাহিদা পাঠিয়েছি।
এ দিকে কৃষক নিপিন্দ্র সূত্রধরের বাড়িতে শোকের মাতম চলছে।






Shares