Main Menu

নবীনগরে বিতর্কিত এএসআই হাকিমকে প্রত্যাহার

+100%-

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিতর্কিত এএসআই মোঃ নুরুল হাকিমকে অবশেষে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ক্লোজ করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীকে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা, উশৃঙ্খল আচরণসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার প্রত্যাহারের সংবাদে জিনোদপুর ইউনিয়নবাসী ভীষণ খুশি। নিজেকে রক্ষা করতে নুরুল হাকিম জিনোদপুর আওয়ামী লীগের একাংশের নেতাদের দিয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করিয়েছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি। এএসআই নুরুল হাকিমের অপকর্ম নিয়ে গত ১১ জুলাই বিভিন্ন পত্র-পত্রিকায় “পকেটে গাঁজা ঢুকিয়ে মামলা, টাকা দিলে ছাড়!” গত ১৫ জুলাই “বিতর্কিত এএসআইয়ের পক্ষে দাঁড়ালেন আ’লীগ নেতারা” শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে জিনোদপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন,”নুরুল হাকিম ক্লোজের খবরে আমাদের এলাকার মানুষ ভীষণ খুশি। তার জন্য পুলিশ বিভাগের সমালোচনা হচ্ছিল।” এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম বলেন, “এসপি স্যারের নির্দেশে এএসআই নুরুল হাকিমকে ক্লোজ করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে।






Shares