Main Menu

নবীনগরের কুখ্যাত মাদক সম্রাট ১৪ মামলার আসামী লিটন দেবকে ১বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুখ্যাত মাদক সম্রাট ও ১৪ মামলার আসামী লিটন দেবকে এক বছরের সাজাসহ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার(১০ মার্চ) দিবাগত রাত ১টায় নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন,নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ও ওসি (তদন্ত) নুরে আলম,এসআই মনিরুল ইসলামসহ পুলিশের সহযোগিতায় লিটন দেবেরে নবীনগর পৌর এলাকার মধ্যপাড়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন, এ সময় মাদক সেবনরত অবস্থায় ইয়াবা, বিয়ার,বিদেশীমদ ও মাদক সেবনেরসরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এক বছরের বিনাশ্রম সাজাসহ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. মোশারফ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সময়, মাদক সেবনরত অবস্থায় মাদক সম্রাট লিটন চন্দ্র দেব(৫০)কে হাতেনাতে আটক করা হয়। নিজের অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকের নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,তার বিরুদ্ধে নবীনগর থানায় ১৪টি মাদক মামলাসহ দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রীর অভিযোগ রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট লিটন চন্দ্র দেবকে তার নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই ১বছরের সাজা প্রদান করা হয়েছে।






Shares