Main Menu

নবীনগরের আলোচিত গুঞ্জন পাঠাগারে বই ও করোনা সুরক্ষা সামগ্রী উপহার প্রদান

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সোহাতা গ্রামে বই মুজুর স্বপন মিয়ার প্রতিষ্ঠিত গুঞ্জন পাঠাগারের জন্য বই ও পাঠাগারে পড়তে আসা পাঠকদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী উপহার প্রদান হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোহাম্মদ লোকমান হোসেন গুঞ্জন পাঠাগার পরিদর্শন শেষে উপহার সামগ্রী স্বপনের হাতে তিনি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন বাবু, সদস্য ওমর ফারুক, সাবেক ছাত্র নেতা এম নাইমুর রহমান, এসএ রুবেল, শিক্ষক খলিলুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে পাঠাগারের সদস্যরা কবিতা আবৃত্তি এবং লোকমান হোসেনের ছেলে বঙ্গবন্ধুকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করেন।






Shares