মলাই মিয়াকে জেলা বিএনপির সহ সভাপতি নির্বাচিত করায় নবীনগরে আনন্দ মিছিল



মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃতি সন্তান মো: মলাই মিয়া কে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটিতে সহ সভাপতি মনোনীত করায় নবীনগর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। এ উপলক্ষে শনিবার বিকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি নবীনগর মধ্যপাড়া জমিদার বাড়ি থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করেন৷
নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন ভিপি’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শুকুর খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মলাই মিয়া। আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, আসাদুজ্জামান দুলাল, হাসিবুল হাসান শাহিন, ইউনুস খান, মহসিন, দীপু, ইকবাল, নুরুল আমিন নূরু, মো:নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন,সোহাগ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা মোঃ মলাই মিয়া নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি গত ৪০ বছর যাবৎ বিএনপির রাজনীতি করছি।আমি দলীয় ভাবে দলের মধ্যে কোন বিভেদ চাই না।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, আমরা সকলে মিলে তাকে জয়ী করব ইনশাল্লাহ।
এই সময় শতশত নেতাকর্মীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল এলাকাবাসীর নজর কারে।
উল্লেখ্য যে, মো: মলাই মিয়া ৪০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস থেকে জানা যায়, তিনি নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সমাজকল্যান সম্পাদক (১৯৮০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৪),উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৮), উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক (১৯৯৯), ১৯৮৪ হইতে ১৯৯৯ পর্যন্ত জেলা ছাত্রদল ও যুবদলের সহ সভাপতি, নবীনগর উপজেলা বিএনপির তিন তিন বারের
নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক, নবীনগর পৌরসভার সাবেক সফল প্রশাসক/মেয়র ছিলে।