Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার জাপা কেন্দ্রীয় নেতা কাজী মামুনুর রশীদের শশুরের ইন্তেকাল।সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র শোক

+100%-

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশীদ এর শশুর মো. আমিনুল হক বাচ্চু ভুইয়া বাধ্যকজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়ি নরসিংদী জেলা সদরের ভেলানগরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন মেয়ে দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকালে স্থানীয় ভেলানগর প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি ও নবীনগর উপজেলা জাতীয় পার্টি গভীর শোক প্রকাশ করেছেন।


Shares