Main Menu

নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত মোহাম্মদ হোসেন শান্তি

+100%-
মিঠু সূত্রধর পলাশ, ‎নবীনগর প্রতিনিধিঃ  ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ হোসেন শান্তি। ‎শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আস্থা অর্জনকারী এ মাদ্রাসাটি নবীনগরের নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন। ‎এসময় তাঁকে পরিচিত করিয়ে দেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন। উপস্থিত ছিলেন সহ-সুপার মো. জাকারিয়া, সহকারী শিক্ষক আব্দুর রউফ, নবীনগর এস.আর. জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক আবু কাউছার সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও আলেমগণ।
পরিচিত সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আলহামদুলিল্লাহ, হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় দায়িত্বও। শিক্ষা ও নৈতিকতার এই প্রতিষ্ঠানকে আরও উন্নতির পথে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করব। সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
‎স্থানীয় শিক্ষাবিদ,নবীনগর প্রেসক্লাব ও এলাকাবাসী নবনির্বাচিত সভাপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





Shares