নবীনগর প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার সন্ধ্যায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
নবীনগর প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এম এ মান্নান , উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, সহকারী কমিশনার ভূমি আবু মোছা, নবীনগর থানার নবাগত ওসি আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মো: শুক্কুর খান,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
« নবীনগরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগর প্রেসক্লাবের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত »