Main Menu

নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত 

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :-  ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ২০২৪-২৫ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের” আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৯/০৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে এ পার্টনার কংগ্রেস সভাটি অনুষ্ঠিত হয়।
এ পার্টনার কংগ্রেস সভায়  উপজেলার ৭০ জন কৃষক,  ৩০ জন NGO কর্মী, সরকারি কর্মকর্তা ও  সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ১০ টি লক্ষ্যের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। লক্ষ্য গুলো হল- ১. জিইপি (উন্নত কৃষি চর্চা) গ্রহণের ফলে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি। ২. উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে আবাদি জমি বৃদ্ধি। ৩. ধান, ডাল, তেলবীজ ও উদ্যান ফসলের জাত উদ্ভাবন। ৪. মেকানাইজেশন ও সেট প্রযুক্তি ব্যবহার করে নতুন জমি চাষে আনা। ৫. “ফার্মার স্মার্ট কার্ড” এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ।
৬. পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করা। ৭. এগ্রি-ফুড উদ্যোগগুলোর মান উন্নয়ন ও সংখ্যা বৃদ্ধি ৮. গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি। ৯. নির্দিষ্ট কৃষিপণ্যের ভ্যালু চেইন সনাক্ত ও কার্যকরকরণ। ১০. কৃষি তথ্য, বাজার বিশ্লেষণ ও মান উন্নয়ন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  নাজমুল করিম,
 নবীনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম খোকন, নবীনগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, নবীনগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন  প্রমুখ।
পরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ /চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।





Shares