Main Menu

নবীনগরে শুকানো ধান জমাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল নামে (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল ) দুপুর ১টায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে কদমমুরি নামক স্থানে ঘটনাটি ঘটে। আব্দুল আওয়াল কুড়িঘর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল আওয়াল বাড়ির অদূরে একটি খোলা মাঠে ধান শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তিনি শুকাতে দেওয়া ধান জমাতে যান এ সময় বজ্রপাতে মারা যান তিনি।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
থানার ওসি আঃ রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Shares