Main Menu

নবীনগরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

+100%-

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবুবক্কর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু আবুবক্কর বিদ্যাকুট গ্রামের বাসিন্দা মো. তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার নানার বাড়িতে ভৈরবনগর বেড়াতে গিয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, তার নানা বাজার থেকে সকালে লিচু নিয়ে আসে খেলাধুলার ফাঁকে এক পর্যায়ে আবুবক্কর লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে নিহত শিশুর পরিবারে চলছে শোকের মাতম। প্রতিবেশীরাও এ হৃদয়বিদারক ঘটনায় শোকাহত।

এ বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, “ছোট শিশুদের এমন ফলমূল খাওয়ানোর সময় খুব সতর্ক থাকতে হয়। খাদ্যনালিতে কিছু আটকে গেলে তাৎক্ষণিকভাবে উপযুক্ত চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।






Shares