Main Menu

নবীনগরে যৌথবাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা মাঞ্জুরুল হক মাঞ্জু (৩৮)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাঞ্জু নবীনগর পৌর যুবলীগের সহ-সভাপতি ও উপজেলার পৌর সদরের ৩ নং ওযার্ডের বাসিন্দা। পুলিশ ও সেনাবাহিনীর মিলিত যৌথ বাহিনীর একটি দল সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির (৩৩ বীর) এর নেতৃত্বে নবীনগর আর্মি ক্যাম্প থেকে একটি দল টিএনটি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাঞ্জু পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে তৈরি করা একটি গোপন দরজা দিয়ে পাশের বাড়ির টিনের চালে লাফিয়ে পড়ে। পরে লাঠি হাতে একাধিক বাড়ির ছাদ ডিঙিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেনাসদস্যদের দক্ষ অভিযানে তাকে বেশ কিছু দূরের একটি বাড়ির ছাদ থেকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র, নগদ ও চেকসহ মোট আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা, ২টি পাসপোর্ট এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারের সময় মাঞ্জুর প্রায় দুই শতাধিক অনুসারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যৌথবাহিনীকে ঘিরে ধরার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর সাহসী প্রতিরোধে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। অভিযানের পর মাঞ্জুকে জব্দকৃত মালামালসহ নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পরে থানার আশপাশে মাঞ্জুর অনুসারীদের অবস্থান নিতে দেখা গেলে যৌথবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে তারা এলাকা ত্যাগে বাধ্য হয়।

অভিযান প্রসঙ্গে ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির বলেন,“গোয়েন্দা তথ্য অনুযায়ী মাঞ্জু একজন চিহ্নিত অপরাধী, যে দীর্ঘদিন ধরে নবীনগর এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। অভিযানে তার পালিয়ে যাওয়ার পরিকল্পনা স্পষ্ট ছিল, তবে আমাদের প্রশিক্ষিত সদস্যরা তা ব্যর্থ করে দিয়ে সফলভাবে তাকে গ্রেফতার করে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা মাঞ্জু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, নবীনগরের সন্তান, অ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামালের অনুসারী ছিলেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক যুবলীগ নেতার এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মাঞ্জুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে (সোমবার) তাকে আদালতে চালান করা হবে। গ্রেপ্তারের সময় এই যুবলীগ নেতার কাছ থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে থানায় ডাকাতির মামলাসহ প্রচুর অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, মাঞ্জুর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।






Shares