Main Menu

নবীনগরে ভিক্ষুকদের পূনর্বাসনে গবাধিপশু বিতরণ

+100%-

নবীনগর প্রতিনিধি: “ভিক্ষাবৃত্তি নয় আত্মসন্মান নিয়ে বাঁচুন” ভিক্ষুকদের সাবলম্বী হতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে স্থানীয় ৬ জন ভিক্ষুকের পূনর্বাসনের নিমিত্তে গবাদিপশু বিতরণ করা হয়। এসময় পশ্চিম ইউপি চেয়ারম্যান মো: ফিরুজ মিয়ার সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোর্শেদুল ইসলাম লিটন,ওয়ার্ড মেম্বার মামুন আশ্রাফ,গনি মিয়া প্রমুখ।


Shares