Main Menu

নবীনগরে ডা: শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে অলিউর রহমান জেনারেল হাসপাতালে ডা: শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডা: শাহ আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: শাহ আলম উপস্থিত থেকে শনিবার সারাদিন ব্যাপি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
এ সময় প্রায় ১ হাজার রোগী কে চিকিৎসা প্রদান শেষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডা: শাহ আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: মো: শাহা আলম, ব্রাহ্মনবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন ডা: মো: বেলায়েত হোসেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প প  কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান ভূইয়া, অলিউর রহমান জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠাতা মো: অলিউর রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক লিমন প্রমুখ।

Shares