Main Menu

নবীনগরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

+100%-

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা, বরাবরের মত উপজেলার বিভিন্ন মার্কেটে বিদেশী পোশাকের চাহিদার পাশাপাশি দেশী পোশাকেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে নানা রকম ডিজাইন আর ভাল নকশা করা পোশাকই ক্রেতাদের আকৃষ্ট করছে। ক্রেতাদের আকর্ষন বাড়াতে বিভিন্ন মার্কেট গুলোতে করা হয়েছে আলোকসজ্বা।
ঈদের আর মাত্র কয়েকদিন বাকী এই সময়ের মধ্যে নিজের ও আপনজনদের পোষাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়। পছন্দনীয় নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটে বেড়াচ্ছেন ক্রেতারা । মার্কেট গুলোতে নারী ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো। ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার কমতি নেই। নানা রকম ডিজাইন আর হিন্দি সিনেমার নাম অনুসারে বেশ জনপ্রিয় কিছু পোষাক। এ বছর মেয়েদের জন্য রয়েছে লং কোটি, ওয়াইফাই, থ্রি ডি, বিশাল, লকনা, মধুমালা সহ বিভিন্ন নামের থ্রিপিস ক্রেতাদের আকৃষ্ট করছে। ছেলেদের কালার ফুল শার্ট, চেক শার্ট, এক কালার শার্ট, জিন্স প্যান্টের পাশাপাশি বাহারি ডিজাইনের পাঞ্জাবি রয়েছে পছন্দের তালিকায় । তবে দর্জিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন পোশাক তৈরিতে। জুতার দোকানগুলোতেই একই রকম ভিড়।এবার পোশাকের মুল্য ক্রেতাদের হাতের নাগালে রয়েছে বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। এদিকে কোন ক্রেতা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে উপজেলা প্রশাসনের কড়া নজরদারী রয়েছে।


Shares