Main Menu

নবীনগরে গ্যাস কূপের সন্ধান, দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা

+100%-

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হাজীপুর এলাকায় নতুন একটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

গত আগস্ট মাসের ৬ তারিখে শ্রীকাইল ইস্ট-১ নামে এ প্রকল্পে গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হয় বাপেক্স।

বাপেক্স জানিয়েছে, ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। গ্যাস ফুরিয়ে যাওয়ার হতাশ খবরের মধ্যেই এই খবরে আশার আলো দেখছে বাপেক্স।


Shares