নবীনগরে ঈদের দিন থেকে নিখোঁজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহান




পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (০৭-০৬-২৫) ঈদের দিন শামসুল ইসলাম শাহনের মোবাইলে ফোন আসলে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়াস্থ নিজ বাস ভবন থেকে নবীনগরে আসার কথা বলে বের হন।এর পর থেকে এখন পর্যন্ত তার কোন খোজ মিলেনি। তার হাতে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
শাহনের বড় ছেলে পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জানান, ঈদের দিন বিকেল থেকে আব্বার কোন খোজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ। থানায় যোগাযোগ করেও তার কোন খোজ মিলেনি।
শাহনের ছোট ছেলে রায়হান জানান, আমি ঘরে শুয়ে ছিলাম। আব্বা কার সাথে ফোনে কথা বলছিলো। ঈদের শুভেচ্ছা বিনিময় করে ২-৩ মিনিট কথা বলেন। পরে আমি নবীনগর যাই বলে বাড়িতে বের হয়ে আর ফিরেনি।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নাই। একজন বীর মুক্তিযোদ্ধার হারানোর বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখবো।
« ঈদে বাড়ি ফেরা হলো না নবীনগরের দুই নারীর, নদীতে ডুবে মৃত্যু (পূর্বের সংবাদ)