Main Menu

নদীতে গোসলে নেমে দুই নৌকার চাপায় কিশোর নিহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নৌকার ধাক্কায় লামিম খান (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎নিহত লামিম খান নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের দক্ষিণপাড়া খাঁ বাড়ির হানিফ খাঁ (মিয়া)-এর একমাত্র ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে লামিম খান তার বন্ধুদের সঙ্গে নবীনগরের খাদ্যগুদাম ঘাটসংলগ্ন তিতাস নদীতে গোসল করতে নামে। এ সময় দুটি বালুবাহী নৌকার মাঝখানে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়।

‎স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎লামিমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।






Shares