ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ড্রিম অফ নবীনগরের বিক্ষোভ সমাবেশ ও মানব্ বন্ধন অনুষ্ঠিত




এসময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সোহানুর রহমান, পিয়াস, আলিফ মিরা , অজন্তা, নাজা, তানহা প্রমুখ। এসময় শত শত ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ডে লিখে ধর্ষণেল প্রতিবাদ সহ ধর্ষনের ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
(পরের সংবাদ) ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নবীনগর ইয়ূথ এসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব্ বন্ধন অনুষ্ঠিত »