জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2023/12/IMG20231202165425_01.jpg?resize=684%2C319)
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বিপুল চন্দ্র সাহা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি খাইরুল আমিন, সাংবাদিক মাহাবুব আলম লিটন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, স্টার টিভির চেয়ারম্যান শাহিন রেজা টিটু, সঞ্জয় সাহা, সমাজ সেবক মাজাহারুল হক, আওয়ামী লীগ নেতা টিটন পাল, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার সম্পাদক হাজী মো. আলী করিম খন্দকার, কাউন্সিলর ডা: মো জসিম, কাউন্সিলর যদু নাথ ঋষি, কাউন্সিলর দাউদ আলম শ্যামল,বক্তব্য রাখেন জাবেদ ভূইয়া, জামাল হোসেন,সোহরাব হোসেন, এনামূল হক, ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রোমান, নূরে আলম প্রমুখ।
« নবীনগরে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সৌদি আরবে বয়লার বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার সোহেল নিহত »