মালয়েশিয়া আন্তজাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের প্রতি প্রবাসীদের শ্রব্ধা নিবেদন
মালয়েশিয়া থেকেঃ আমার ভাইয়ের রক্তের রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারী আমরা কি তোমায় ভুলিতে পারি এমনি কন্ঠে হাজারো প্রবাসী বাংলাদেশী মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের সামনে মূহরীত করে তুলে আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসি, আমার ভাইয়ের রক্তের রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারী আমরা কি তোমায় ভুলিতে পারি, যেন মনে হল এক টুকরো বাংলাদেশ। গত বিজয় দিবশ মালযেশিয়া বি.এন.পি বর্জন করলে ও ২১শে ফেব্রুয়ারীর হাইকমিশনের অনুষ্টানে দল বেধেঁ যোগ দেওয়ায় আলাদা উৎসব মূহর হয়ে উঠে। এরকম স্লোগানে স্লোগানে মূহরীত হয়েছিল মালয়েশিয়া আন্তজাতিক মাতৃভাষা ও মহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরের পতাকা উওোলন ও পূস্পস্তবক অর্পন ও মানণীয় প্রেসিডেন্ট মানণীয় প্রধান মন্ত্রীর পহ্মের বাণী পাঠের মধ্যে দিয়েই শুরু হয় বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠান মালা । সকাল ৯.৩০ মিনিটে বাংলাদেশ হাইকমিশন এম.আতিকুর রহমান বাংলাদেশের লাল সবুজের পতাকা উওোলনের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । পরে একে একে নিজ নিজ দলের পহ্মে ভাষা শহীদদের স্মরণ করেন বাংলাদেশ আওয়ামিলীগ মালয়েশিয়ার পহ্মে পূস্পস্তবক অর্পন করেন সভাপতি এ.কে.এম আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও মকবুল হোসেন মুকুল.অহিদুর রহমান অহিদ.আব্দুল করীম. রাসেদ বাদল. হুমায়ন কবির.শাহীন সর্দার.মোঃ আবুল হোসেন. নুর মোহাম্মদ ভূইয়া. এস.এম আবুল হোসেন.শাখাওয়াত হোসেন জোসেফ. সাইফুল ইসলাম সিরাজ। মুক্তিযুদ্ধাদের পহ্মে মুক্তিযুদ্ধা কমান্ডার মজিবুর রহমান মজনু ও মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না. মুক্তিযুদ্ধা মতিউর রহমান, ছাএলীগের পহ্মে সভাপতি জহিরুল ইসলাম জহির ও সাধারণ সম্পাদক বিজন মজুমদার. মাহাবুবুর রহমান রুবেল. মোঃ জাকির হোসেন। যুবলীগের পহ্মে যুগ্ন-আহবায়ক মনসুর আল বাসার সোহেল ও শেখ কাইয়ুম, স্বেচ্ছাসেবক লীগের পহ্মে এম.এ.হান্নান, বি.এন.পির পহ্মে আহবায়ক মাহবুব আলম শাহ্ ও যুগ্ন-আহবায়ক মোশারফ হোসেন, যুবদলের পহ্মে সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, ছাএদলের পহ্মে জনি হাসান ,তারেক পরিষদের পহ্মে আহবায়ক মোঃ সোহেল ও যুগ্ন-আহনায়ক জহিরুল ইসলাম হিরন।বাংলাদেশ প্রেস কাবের পহ্মে সভাপতি এস.এম.রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু ও আহমাদুল কবীর. বসির আহমেদ ফারুক. এস.কে ফয়েজ. আমিনুল ইসলাম রতন. মোঃ শাহীন. রফিকুল ইসলাম. আব্দুল্লাহ নাঈম.শাহাদাত হোসেন.জহিরুল ইসলাম হিরন। তিতাশ সাংস্কৃতিক ও সাহিত্য পরিষদ মালয়েশিয়া পহ্মে আব্দুল্লাহ নাঈম ও বাবলু। মাসিক বিচরনের পহ্মে মুমিনুল হক ও শাহাদাত হোসেন প্রমূহ । |