Main Menu

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে উওাল মালয়েশিয়া, মানববন্ধন কর্মসূচি পালন

+100%-

প্রতিনিধি ঃ ফাঁসি ফাঁসি চাই কাদের মোল্লার ফাঁসি চাই স্লোগানে স্লোগানে মুহরীত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিন প্রাঙ্গন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে মানব বন্ধন পালন করা হয়েছে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রবাসী বাংলাদেশীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।  ১৩ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করতে হাইকমিশনের সামনে দলবেঁধে ছুটে আসেন প্রবাসীরা। মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে ডাকা মানবন্ধন কর্মসূচীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা শতঃস্ফুর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানারে লিখে সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন এবং ঢাকার শাহবাগে অনুষ্ঠিত আন্দোলন কর্মসূচীতে একাত্মতা ও সংহতি প্রকাশ করে সমাবেশে সকল রাজাকারদের দ্রুত ফাঁসি কার্যকর করে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়া এবং জামাতের রাজনীতি বন্ধ করার  আহবান জানান । দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী হালিমুজ্জামানের কাছে স্মারক লিপি প্রদান করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, হাজী মতিউর রহমান, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সরকার, মোঃ হানিফ, সহ-সভাপতি হাজী জাকারিয়া, সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ বাদল, নুর মোহাম্মদ ভূইয়া, সাখাওয়াত হোসেন জোসেফ, যুবলীগ নেতা মানসুর আল-বাসার সোহেল, ছাত্র লীগ সভাপতি জাহিরুল ইসলাম জহির, মোঃ জাকির হোসেন প্রমুখ।






Shares