Main Menu

প্রবাসে বর আর দেশে কনে,জমকালো আয়োজনে বিয়ে

+100%-

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ  প্রবাসে বর দেশে কনে বিয়ের আনন্দটা আসলে ভিন্ন।অনেকের ধারণা টেলিকনফারেন্সে দেশে বিয়ে করে লাভ কি!দেশে গিয়ে বিয়ে করায় উত্তম। তেমনি একজন ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানা বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে আব্দুল আলিমের ২য় ছেলে মোঃ মোশারফ হোসেন ২০১৪ সালে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য তেল সমৃদ্ধ দেশ কাতারে পাড়ি জমান।

মা বাবার পছন্দের মেয়ে কে টেলিফোনে বিয়ে পরাতে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্তে নেয়া হয়। বর কণে দুজন-দুই দেশে হলেও প্রবাসে বরের বন্ধুরা বিয়ে কে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন।

বৃহস্পতিবার রাতে বরের গায়ে হলুদ সম্পূর্ণ হয়েছে এবং শুক্রবার জুম্মা নামাজের পরে বরের রুমে খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন পরে কাতার সময় দুই টায় দেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামের নিয়মনীতি অনুযায়ী বিয়ের কাজটি সম্পূর্ণ হয়।

পরে হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বর কনে ও সকল প্রবাসীদের মঙ্গলকামনা করে দোয়া করেন হয়।এ সময় আগত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বিয়ের শুরু থেকে উপস্থিত ছিলেন,বরের কোম্পানির মালিক মোল্লা মোঃ রাজিব রাজ,ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির অন্যতম নেতা আল আমিন খান,মোঃ মনির হোসেন,মেহেদী হাছান রিপনসহ উক্ত কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও বরের বন্ধু মহল সবাই উপস্থিত ছিলেন।






Shares