Main Menu

করোনা কেড়ে নিল প্রবাসী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ অসংখ্য প্রাণ

নিউইয়র্কে শতাধিক বাংলাদেশির মৃত্যু

+100%-

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে শতাধিক বাংলাদেশির। এরমধ্যে আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ক্যাব চালক, বিক্রয়কর্মী, গৃহিনীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি প্রতিদিনই শুনছে মৃত্যু সংবাদ। একজন দুজন নয়। অসংখ্য। পঁচিশ দিনে তা তিন অংকের ঘর পার করেছে। গতকাল বৃহস্পতিবার একদিনেই নয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১০৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। নিউজার্সি ও মিশিগানেও ৯ জন বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

করোনায় প্রতিদিন আক্রান্ত হচ্ছে অসংখ্য বাংলাদেশি। এর সঠিক পরিসংখ্যান কারও জানা নেই। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হিসেবে দেখা যায়, আক্রান্তের সংখ্যা কয়েক হাজার হতে পারে।
বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯৭। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৮৯৫।
বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৯৫ হাজার ৭৫১ জন। একইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ২৭৭। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৫৬ হাজার ৯২৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে দেশটিতে মারা গেছেন এক হাজার ৭২৪ জন। এরপরই রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও ইতালি।ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন এক হাজার ১ হাজার ৯০০ জন। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৩৬ জন।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ঘরে বসেও আতঙ্কে দিন পার করছেন বাংলাদেশিরা।
এদিকে, ফ্রান্সে এরই মধ্যে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ২০ হাজার। ইউরোপের এই দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে।
ফ্রান্সে এখন পর্যন্ত এক লাখ ১৭ হাজার ৭৪৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১২ হাজার ২১০ জন। অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৩ হাজার ২০৬ জন।
তবে করোনায় আক্রান্ত ৭ হাজার ৬৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ফ্রান্সে বুধবার নতুন করে ১৩৪১ জন মারা গেছেন। নতুন আক্রান্ত ৪ হাজার ৭৯৯ জন।
যুক্তরাজ্যে করোনার প্রকোপ প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন আরও অন্তত ৮৮১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা প্রায় আট হাজার ছুঁয়েছে। সব মিলিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৮৪ জন।
যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার জনেরও বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩৫১ জন।
একদিন আগেই স্পেনে ৭৪৭ জনের প্রাণ কেড়ে নেয় করোনা ভাইরাস। তবে বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৬৫৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪৭ জন।
জার্মানিতে আগের দিনের মৃতের সংখ্যা ছিল ৩৩৩ জন। তবে আজকের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২৯ জন।
এদিকে আগের দিনের তুলনায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়েছে। একদিন আগে দেশটিতে ৫৪২ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৯ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহুরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি তান্ডব চালাচ্ছে করোনাভাইরাস।সূত্র: উইকলি আজকাল






Shares