Main Menu

নিউইয়র্কে করানোয় আক্রান্ত হয়ে ২৪ঘন্টায় ৫ বাংলাদেশির মৃত্যু

+100%-

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ বাংলাদেশি মারা গেছেন।

এরা হলেন বিজিত কুমার সাহা (৩৮) ,মির্জা হুদা (৪৪),
জায়েদ আলম(৪৬),মোদাব্বির হোসেন চৌধুরী,(৭৮)এবং শফিকুর রহমান॥

শফিকুর রহমানের দেশের বাড়ি বাংলাদেশের চাঁদপুর এবং মুতাব্বির চৌধুরী বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার রণকেলী গ্রামে।

জানা যায়, মুতাব্বির চৌধুরীর স্ত্রী প্রথমে করোনায় আক্রান্ত হন।

এর আগে রোববার সন্ধ্যায় আরো দুই বাংলাদেশি করোনায় মারা গেছেন। তাঁরা হলেন- মির্জা হুদা ও বিজিত কুমার সাহা।
মির্জা হুদার দেশের যশোর,এবং বিজিত কুমার সাহার বাডী ফরিদপুর ॥
এ নিয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪৮৪ জন করোনায় মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। দেশটির নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত ৫৯ হাজার ৬৪৮ এবং মারা গেছেন ৯৬৫ জন।






Shares