Main Menu

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কাতার

+100%-

ঐতিহ্যবাহী তিতাস নদীর অববাহিকায় গড়ে ওঠা রত্নগর্ভা জনপদ, শিল্প- সংস্কৃতি, শিক্ষা- সাহিত্য ও সঙ্গীতের পীঠস্থান, দেশের সমৃদ্ধির অন্যতম সহযোগী, অসংখ্য বীরমুক্তিযোদ্ধার মুগ্ধ জননী ‘ব্রাম্মণবাড়িয়া জেলা’।
এ জেলার গৌরবগাঁথা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িছে প্রবাসেও।। এরই অন্যতম নিদর্শন ‘ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি’ রোল মডেল হিসিবে চিহ্নিত হয়েছে কাতারে।

৪ মে (শুক্রবার) রজাধানী দোহার গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে বাংলাদেশ স্কুল ও কলেজে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কাতার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহা্ম্মদ নূরুন্নবী মৃধার সভাপতিত্বে ও নাফিন মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান উইনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক, সাধারণ সম্পাদক সোলাইমান খান, অনুষ্ঠানের আহ্বায়ক তাফসির উদ্দিন, পিক কু্ইক গ্রুপের প্রধান নির্বাহী মোহাম্মদ আলমগীর হোসেন আলী, সহ-সভাপতি আলমগীর হোসেন, অভিভাবক নূর মোহাম্মদ, সংবর্ধিত ছাত্র সাফিন মাহমুদ, জেরিন তাসনীম ও নাবিল ইরফান।
বিশিষ্ট কউনিউনিটি ব্যাক্তিত্বের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মোঃ আবু সায়েদ, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, মাওলানা ইউসুফ নূর প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ এনাম খাঁ, মোহাম্মদ হিরন মিয়া,সহ-সভাপতি আব্দুল কাদির, মোহাম্মদ দেলোয়ার হোসেন,মোঃ তাজুল ইসলাম, বাংলাদেরশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর, কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে কফিল উদ্দিন, মাহবুবুল আলম চৌধুরী, আলাউদ্দিন আহমদ, মোঃ নাসির উদ্দিন, আবিদুর রমহান ফারুক, মোঃ আব্দুল হামিদ মোল্লা, মোঃ শাহজাহান প্রমূখ।

জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন, সরাইলের সাদিয়া আফনান(জেএসসি-২০১৭), কসবার জেরিন তাসমিম(পিএসসি-২০১৩) ও ট্যালেন্টপূল বৃত্তি প্রাপ্ত জিসান তানভির( পিএসসি-২০১৪), নাসিরনগরের নাফিন মাহমুদ(এসএসসি-২০১৭)ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সাফিন মাহমুদ( জেএসসি-২০১৬),বাঞ্ছারামপুরের আসাদ উল্লাহ( জেএসসি-২০১৫), নবীনগরের নূর জাহান আভা ( পিএসসি-২০১৬) ও নূর নাহার প্রভা ( পিএসসি-২০১৬) এবং আশুগঞ্জের নাবিল ইরফান( পিএসসি-২০১৫)।

দোয়া ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।






Shares