Main Menu

কাতারে বাংলাদেশ ক্লাবের জার্সি বিতরণে ব্রাক্ষণবাড়িয়ার নেতৃবৃন্দরা

+100%-
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ প্রবাসে শুধু ব্যবসা বাণিজ্য নয়, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রে প্রবাসী
বাংলাদেশিরা ধীরে ধীরে তাঁদের অস্তিত্বের জানান দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় কাতারে বাংলাদেশি ক্রীড়া প্রেমী তরুণরা গড়ে তুলেছে কাতার বাংলাদেশ ক্রিকেট ক্লাব।

QBC এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গালফ বাংলা ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে বৃহস্পতিবার দোহার নাজমা রমনা হোটেলে আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মোবারক হোসেন রাজুর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মজিবুল হক লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,অফিসিয়াল স্পন্সর মিস্টার ইসা আব্দুল্লাহ আল হিটমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,স্পন্সর সহযোগী আলি মুরাদী, ব্রাক্ষণবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক,বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক তাফসির উদ্দীন,কাতার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান,ব্রাক্ষণবাড়িয়া ঝিঝি পোকা ক্লাবের টিম ম্যানেজার রাজিব রাজসহ,গালফ বাংলা ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি শরিয়ত উল্লাহ সবুজ,সাধারণ সম্পাদক ওমর শরিফ টিটু প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন,কাতার বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ,অধিনায়ক আব্দুল হান্নান,আনিছ মিয়া,তানভীর হোসেনসহ দলের অন্যানরা।

এসময় বক্তরা ক্লাবের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং কাতারে বাংলাদেশি কমিউনিটিকে এই ক্লাবকে সহযোগীতার আহবান জানিয়ে বলেন, ক্রিকেট ভালোবেসে এই ক্লাবকে সহায়তা করলে ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে পাশাপাশি কাতারে বাংলাদেশের মুখ উজ্জ্ল হবে বলে জানান।

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেন।






Shares