Main Menu

কাতারে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীরা

+100%-

আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি::  মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ছোট দেশ কাতারে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা।এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।এর মধ্যে ৬ বাংলাদেশিসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।ফলে কাতারে ৫০০ কর্মহীন প্রবাসী বাংলাদেশীদের মাঝে দুই ধাপে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি কাতার।

যারা চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়ছে তাদের বাসায় বাসায় গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করছে সংগঠনের নেতৃবৃন্দরা।এমন উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা।

আর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটির আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ দুলাল জানান, চাহিদার তুলনায় খাদ্য সামগ্রী পর্যাপ্ত না হলেও সংগঠনের পক্ষ থেকে যতটুকু পেরেছি এসব প্রবাসীদের কল্যাণে এগিয়ে এসেছি।আমি আশা করি মানবতার ধাকে সাড়া দিয়ে বিত্তবানরা এই দুর্দিনে এগিয়ে আসবে।

আরো উপস্থিত ছিলেন,অনুষ্ঠানের সমন্বয়কারী অধ্যাপক আমিনুল হক, সদস্য সচিব মোল্লা মোহাম্মদ রাজ রাজীব,ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ, সিনিয়র সদস্য খন্দকার শাহ আলম, সাংবাদিক আমিন ব্যাপারী,সালেহ আহমেদ খোকন, মনছুর উল্লাহ রাশেদ,মোস্তাফিজুর রহমান রিপন, ইজাজুল হক,নাঈম হাসান,এখলাসুর রহমান,মোহাম্মদ রিপনসহ ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।






Shares