সৌদিআরব নির্যাতনের শিকার হচ্ছে নারী শ্রমিকরা, যার মধ্যে বেশিরভাগ নারী বাংলাদেশী(ভিডিও)
বিল্লাল হোসেন, সৌদিআরব :: সুখ! সে কি অলীক বস্তু ? না কি শুধু ধনীদের রিজার্ভে থাকা কোন আলেয়া। সুখের এমন সঙ্গা জানাতে পারে মরিয়মরা। দুই মাস আগে সৌদিআরব এ আসেন নরসিংদী জেলার মরিয়ম। দুই মেয়ে এক ছেলে ও রিকশা চালাক স্বামীর অভাবের সংসারে একটু সুখের আশায় বিদেশে পাড়ি জমায় সে | ভাল বেতন এর আশায় বনানীর একটি ট্রাভেলস এর মাধ্যমে সৌদিআরব যান মরিয়ম। বলা হয় হাসপাতালের কাজের কথা| কিন্তু আশার পর কাজ দেয়া হয় এক সৌদির বাসায় গৃহকর্মী হিসেবে। আর সেখানেই শুরু হয় অত্যাচার আর নিপীড়নের অধ্যায়। এর মধ্যে দিয়ে কেটে গেছে দুই মাস । রিয়াদ এর নাদুয়া অঞ্চলে বাসা বাড়িতে কাজে গিয়ে নির্যাতনের শিকার এমন অনেক বাংলাদেশী নারী শ্রমিক আছে সবার একই রকম। বাসায় কাজ করতে গিয়ে তাদের সইতে হয় যৌন নির্যাতন ও শারীরিক নির্যাতন। যার মধ্যে যৌন নির্যাতনই হতে হয় বেশি।
নরসিংদীর মরিয়ম বলেন, বাসায় কাজের সুবাদে মালিক ও তার ছেলে দুজনেই তার উপর চালায় যৌন নির্যাতন। রাতে বাবার হাত থেকে রেহাই পেলেও মুক্তি মেলে না তার ছেলের কাছ থেকে। কিছু বলতেও পারিনা, আরবী ভাষা বুঝিনা আর বাধা দিলে চলে শারীরিক নির্যাতন | ঠিক ভাবে খাবার দেয়না বেতন ও পাচ্ছিনা। অভাব অনঠনের সংসারে একটু আলো ফুটাবো বলে প্রবাসে এসে আজ আমি নিঃস্ব। বাইরের আলো বাতাস কিছুই দেখিনা একটি রুমের মধ্যেই বন্দি জীবন। সবশেষে আমাদের মা বোনদের প্রতি একটাই অনুরোধ প্রবাসে এসে আমার মতো আপনার জীবনটাকে ধংসের মুখে ঠেলে দিবেন না দেশের মাটিতে খেটে খান সেটাই উত্তম!