Main Menu

শুরু হচ্ছে বি,পি,এল

+100%-

আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল ও ঐতিহাসিক ক্রিকেট টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের খেলোয়াড়দের নিলাম হোটেল র‌্যাডিসনে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হবে। চ্যানেল নাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। প্রতিটি ফ্যাঞ্চাইজি জন্য নিলাম কে একটি করে টেবিল বরাদ্দ থাকবে। এই টেবিলে ছয় জন বসার সুযোগ পাবেন। নিলাম শুরু হওয়ার পর তাদের বদলে অন্য কেউ সেখানে বসতে পারবেন না। বিপিএল গভর্নিং কমিটির তৈরি করা তালিকা থেকে প্রত্যেক খেলোয়াড়ের আলাদা নিলাম হবে। সর্বোচ্চ দরদাতা এক বছরের জন্য ঐ খেলোয়াড়কে নিজ দলে কিনে নিতে পাবেন। নিলামে একটি ফ্যাঞ্চাইজি সর্বোচ্চ ২ মিলিয়ন ডলার খরচ করতে পারবে। প্রতিটি র্ফ্যাঞ্চাইজি সর্বোচ্চ আট জন বিদেশি খেলোয়াড়সহ ১৮ জনকে দলে নিতে পারবে। অন্তত একজন খেলোয়াড় আইসিসির সহযোগী দেশ থেকে নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ‘এ’ শ্র্রেণীর খেলোয়াড়দের মূল্য ১৫ হাজার ডলার, ‘বি’ শ্রেণীর ১০ হাজার ডলার ও ‘সি’ শ্রেণীর ৫ হাজার ডলার। প্রতিটি দল সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে। মূলত ভারতীয় জনপ্রিয় ক্রিকেট লীগ আইপএল- ২০-২০ আদলে বিপিএল সাজানো হয়েছে।



(পরের সংবাদ) »



Shares