ব্রাহ্মণবাড়িয়ায় সদরে জিপিএ-৫ পেয়েছে ১২৩৩ জন শিক্ষার্থী ॥ জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) পরীক্ষায় সদর উপজেলায় ১২ হাজার ১৪০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ হাজার ২৩৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৬৬ জন ছাত্র এবং ৬৬৭ জন ছাত্রী। এছাড়া “এ” পেয়েছে ২ হাজার ৯৩১জন। সদর উপজেলায় প্রাথমিক সমাপনীতে পাশের হার শতকরা ৯৯ দশমিক ৭৭ ভাগ। অপর দিকে সদর উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার শতকরা ৯৭ দশমিক ৯ভাগ।
গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ। ফলাফল ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী ও সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ দেওয়ান হাফিজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য হাজী মোঃ মহসিন মিয়া বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি ঘোষিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামীতে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি ভালো ফলাফল করায় শিক্ষক মন্ডলী ও শিক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ফলাফল ঘোষনার সময় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন, বিভিন্ন কিন্ডার গার্টেনের অধ্যক্ষগন, অভিভাবক মহল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে পৌর এলাকার মেড্ডা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৪৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। “এ” পেয়েছে ৫৫জন শিক্ষার্থী।