পুলিশের পিটুনিতে চালক আহত::পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিটুনিতে এক বাস চালক আহত হয়েছেন।
জেলার ট্রাফিক পরিদর্শক সাঈদ খান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাউতলীর মোড়ে এ ঘটনা ঘটে।ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রটোকলের দায়িত্বে থাকা সদর থানা পুলিশের এএসআই মেহেদী হাসান এক বাসচালককে মারধর করলে এ ঘটনা ঘটে। এখবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী সড়ক অবরোধ করে রাখে। এই সময় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত হোসেন বলেন, “ঘটনার জন্য দায়ী এএসআই মেহদীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বাস চালককে মারধরের ঘটনায় বিধি মোতাবেক মেহেদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।