Main Menu

ছিনতাইয়ের প্রতিবাদ করায় দু’যুবককে কুপিয়েছে দুষ্কৃতিকারীরা

+100%-

বিশেষ প্রতিনিধি :ব্রাহ্মনবাড়িয়া শহরের বাগানবাড়ীতে প্রকাশ্যে ছিনতাইয়ে বাধা দেয়ায় মুন্সেফপাড়ার  ফালান ও হিমেল নামের দু’যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে দুষ্কিৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে সোমবার ও মঙ্গলবার সন্ধ্যায়। হিমেলের পায়ের রগ কেটে যাওয়ায় সে এখন পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কায় সদর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা বৃহষ্পতিবার রাতে মামলা রুজু করা হয়েছে।
ঘটনার বিবরনে প্রকাশ, গত ১৭ নভেম্বর সোমবার বাগানবাড়ী এলাকার কয়েকজন ছিন্তাইকারী জনৈক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে ছিন্তাইকালে পার্শ্ববর্তী মুন্সেফপাড়া এলাকার ফালান নামের এক যুবক তা দেখে ফেলে ও ছিন্তাইকারীদের চিনে ফেলে। এসময় সে বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। পরদিন মঙ্গলবার রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মনবাড়িয়া ইউনিটের চেয়াম্যান এবিএম তৈমুরের মুন্সেফপাড়াস্থ বাসায় এ বিষয়ে এক শালিশী বসে। শালীসে অপরাধীদের প্রথমে মাথা কামানো ও পরে তা শিথিল করে জুতাপেটা করা হয়। এ শালীসের পরই অভিযুক্ত ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে হিমেলকে রাস্তায় পেয়ে এলোপাথারী কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় থানায় বৃহষ্পতিবার মামলা রুজু করা হয়। মামলায় বাগানবাড়ীর আরমান, অপু, ফয়সাল ও পলাশসহ ১১/১২ জনকে আসামী করা হয়। দীর্ঘদিন দিন ধরে এ এলাকায় ছিন্তাই, চুরি ও নানা অপকর্মের অপরাধীরা ধরা ছুঁয়ার বাইরেই থাকলেও এবার অপরাধ নির্মূল হবে এমনটাই আশা এলাবাসীর।






Shares