Main Menu

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাতের অভিযোগ

+100%-

প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রতনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলার শাহপুর জয়দন্নেছা উচ্চ বিদ্যালয়ের এলজিএসপি-২ প্রকল্পের সমুদয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বরাবর অভিযোগপত্রও দেয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষে মানিক স্বাক্ষর করে গত ২ নভেম্বর অভিযোগটি প্রদান করেন। অবশ্য ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থ বছরে শাহপুর জয়দন্নেছা উচ্চ বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য এলজিএসপি-২ প্রকল্প থেকে ৭৫ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু এ টাকা স্কুল রক্ষণাবেক্ষণের কোনো কাজে আসেনি। অভিযোগ রয়েছে রতনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ প্রকল্পের সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার আকুল আবেদন জানিয়েছেন অভিযোগকারী মানিক। শাহপুর জয়দন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার জানান, আমি ৩ বছর ধরে স্কুলে প্রধান শিক্ষক হিসেবে আছি কিন্তু এই সময়ের মধ্যে স্কুলে এলজিএসপি-২ প্রকল্পের কোনো টাকা আসেনি। গত ১৫/২০ দিন আগে স্কুল অডিট আসলে আমি জানতে পারি চেয়ারম্যানের মাধ্যমে স্কুলের নামে ৭৫ হাজার টাকা এসেছে। কিন্তু এ টাকায় স্কুলে কিছুই হয়নি আমরা টাকা পাইনি। তিনি আরও জানান, এ ব্যাপারে চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে তিনি আমাকে স্কুলে ১৩ জোড়া বেঞ্চ বানিয়ে দিয়েছেন বলে জানান। অথচ আমার ৩ বছরে এমন কোনো ঘটনাই ঘটেনি। শুনেছি আমার আগে ১৩ জোড়া বেঞ্চ বানানো হয় এবং এর জন্য ৬০ হাজার টাকা বরাদ্দও আসে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল্লা বলেন, এলজিএসপি-২ এর টাকায় স্কুলে ১৩ জোড়া বেঞ্চ দেয়া হয়েছে। কিন্তু স্কুলে শিক্ষকদের মধ্যে দলাদলি থাকায় প্রকল্পটি বাতিল হয়ে যায়।






Shares