Main Menu

ব্রাহ্মণবাড়িয়া চাতাল বয়লার বিস্ফোরনে নারী শ্রমিক নিহত

+100%-

প্রতিনিধি. আশুগঞ্জ::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ শনিবার সকালে চাতাল কলের গরম পানির পাইপ বিস্ফোরন হয়ে ১ জন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতের নাম আমেনা বেগম(৪০)। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। গুরুত্বর আহত রনি(৪) ও সোনিয়া (৭) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭ টায় বুলবুল অটো রাইস মিলের ধান সিদ্ধ করার গরম পানির ট্যাংকটির গ্যাস পাইপ এর গেটবাল্ব বিস্ফোরন হয়। বিস্ফোরিত পাইপটির ২ গজ পাশেই আমেনা ও তার দুই সন্তান ঘরেরর মধ্যে ছিল। পাইপটি বিষ্ফোরিত হয়ে গরম পানি আমেনার ঘরে ঢুকে যায়। এতে আমেনার পুরো শরীল জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয় এবং তার দুই সন্তান গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান এ বিষয়ে মিল-কতৃপর্ক্ষের কোন গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।






Shares