Main Menu

বিজয়নগরে কমিউনিটি ক্লিনিকে ব্যাপক অনিয়ম র্দুনীতি

+100%-

বিজয়নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ কমিউনিটি ক্লিনিকে ব্যাপক অনিয়ম র্দুনীতির খবর পাওয়া গেছে।

জানা যায়, কমিউনিটি ক্লিনিকের অফিস নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারীগণ ইচ্ছেমতো ক্লিনিক পরিচালনা করছে। চিকিৎসা নিতে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে চিকিৎসকের দেখা পাচ্ছে না। ঔষধের জন্য প্রত্যেককে ৫ টাকা করে দিতে হয়। কোন প্রতিবাদ করলে ঝাড়–দার (রোকেয়া) কে দিয়ে বের করে দেয়। ঝাড়–দার রোকেয়া প্রায়ই রোগীদের সঙ্গে অসদাচরন করে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সিএইচসিপি পলি রানী কুন্ডুর সাথে যোগাযোগ করা হলে ৫ টাকা করে নেওয়ার ব্যাপারে তিনি জানান, সিভিল সার্জন অফিসে যোগাযোগ করার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, ঔষধ দেওয়ার ব্যাপারেও আত্মীয়করণ করা হয় বেশির ভাগ সময় ঔষধ পাওয়া যায়না।






Shares