Main Menu

জেলা জামে মসজিদের সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজের উদ্ভোধন

+100%-

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সম্প্রসারিত নির্মাণ কাজে সমাজের দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান জেলা ড. মোশাররফ হোসেন।

গতকাল শনিবার সকালে মসজিদের সম্প্রসারিত কাজে বেইজ ঢালাই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মোবারক উল্লাহর দোয়া ও মোনাজাতের পর ঢালাই কাজ শুরু হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যাক্তিত্ব গবেষক মুহাম্মদ মুসা, প্রেসক্লাবের সেক্রেটারী রিয়াজ উদ্দিন জামি, জামে মসজিদ কমিটির সেক্রেটারী মো. আশিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এড লোকমান হোসেন, জহির উদ্দিন আহমেদ, প্রবীণ ব্যাক্তিত্ব ও কমিটির সদস্য আলহাজ্ব আবুল ফয়েজ, ইয়াকুব আলী মাষ্টার, মনজুরুল হুদা, কমরেড নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ইউনুস, আলহাজ্ব মো. বাবুল মিয়া, আলহাজ্ব আশরাফ আলী, আলহাজ্ব মাইনউদ্দিন খাজা, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, মুক্তিযোদ্ধা আবু হোরাইরাসহ বিভিন্ন ব্যাক্তি বর্গ।

পরে পৌর মেয়র ও জামে মসজিদ কমিটির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ঢালাই কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের আধুনিকতার ছোঁয়ায় দৃষ্টি নান্দনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।






Shares