Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের দুই বার পিপিএম পদক লাভ : বর্তমান উপাধি মো. মনিরুজ্জামান পিপিএম (বার)

+100%-

স্টাফ রিপোর্টার ::ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান দ্বিতীয়বারের মতো ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’- পিপিএম পেয়েছেন। গত ৬ই মার্চ পুলিশ সপ্তাহ-২০১৪ এর প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পিপিএম মেডেল পরিয়ে দেন। ২য় বার পিপিএম পদক প্রাপ্ত হওয়ায় এখন থেকে মো. মনিরুজ্জামান পিপিএম (বার) হিসেবে অভিহিত হবেন। মো. মনিরুজ্জামান ২০১২ সালের ৭ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেলার ভৌগলিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিষয়াবলির গুরুত্ব বিবেচনায় নিয়ে জনমানুষের আকাঙ্ক্ষা সমুন্নত রেখে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, গোষ্ঠীগত দাঙ্গা দমন, গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলার নিবিড় তদারকীকরণ, ধর্মীয় অনুভূতির বিভেদ হ্রাসকরণ, শান্তিপূর্ণ সহাবস্থান, হরতাল ও অবরোধে জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় ২য় বার বাংলাদেশ পুলিশের গৌরবান্বিত রাষ্ট্রপতির পুলিশ পদক প্রাপ্তির জন্য মনোনীত হন মো. মনিরুজ্জামান। এর আগে চাঞ্চল্যকর রমনা মসজিদের ঈমাম হত্যা মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে পিপিএম পদকে ভূষিত হয়েছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদানের পর চট্টগ্রাম রেঞ্জে ১১ বার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কৃত হন মো. মনিরুজ্জামান।






Shares