Main Menu

কসবায় ভারত-বাংলাদেশ মার্কেট স্থাপনা পিছ টান

+100%-

খ.ম.ঢালী ঃ স্বাধীনতার পরে এই প্রথম ব্রাহ্মণবাড়িয়ার কসবা-কমলাসাগর এলাকাস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তারাপুর নামক স্থানে মার্কেট স্থাপনে জমি অধিগ্রহণ করা হয়েছে।
মোট ৬৯ শতক জমির মধ্যে মার্কেট স্থাপনা হবে বলে সরকারী সূত্রে প্রকাশ। এর মধ্যে ব্যক্তি মালিকায় ৪৮ শতক থাকায় তাও সরকারকে দানপত্র করে দিয়েছে এলাকার জমির মাণিকগণ।
এই হাট বসার বিষয়ে  গত ২৯-০৯-২০১৩ইং দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।
এই বিষয়ে গতকাল সোমবার কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে  তিনি জানান দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাকের্টের কাজ বিলম্ব হয়েছে। তবে চলতি মাসের শেষেই ভারত-বাংলাদেশ উক্তস্থানে বাজারের স্থাপনার কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।






Shares