Main Menu

কসবায় ভূয়া সাংবাদিক প্রতিরোধ কমিটি গঠিত

+100%-

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ইদানিং আবার ভূয়া সাংবাদিকদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে।  বিভ্ন্নি স্থানের অভিযোগের ফলে স্থানীয় প্রকৃত কলম সৈনিক ও পত্রিকার সম্পাদকরা অতিষ্ট হয়ে পড়েছে।
এই ভূয়া সাংবাদিক প্রতিরোধকল্পে গতকাল শনিবার দুপুরে স্থানীয় পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশ খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সর্ব সম্মতি ক্রমে সাপ্তাহিক অগ্নিবাণী পত্রিকার সম্পাদক/ প্রকাশক মিয়া মোঃ নুরুল হককে আহবায়ক ও অপরাধ পত্র পত্রিকার সম্পাদক/ প্রকাশক খ.ম.হারুনুর রশীদ ঢালীকে সদস্য সচিব করে  ৫ সদস্য বিশিষ্ট কসবায় ভূয়া সাংবাদিক প্রতিরোধ নামে এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।


Shares